ড্রাইভিং লাইসেন্স এর সাথে আধার সংযুক্তি করণের আইন আনতে চলেছে কেন্দ্র

HnExpress ওয়েবডেক্স নিউজ, দিল্লী ঃ এত কিছুর পর এবার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও যোগ করতে হবে আধার। সম্প্রতি এমনই আইন আনতে চলেছে কেন্দ্র। হ্যাঁ, এমনটাই জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
কিন্তু কেন এমন আইন আনাতে চলেছে কেন্দ্রীয় সরকার? আজকাল যত্রতত্র লেগেই আছে ছোট থেকে বড় ধরনের যানবাহন জনিত দুর্ঘটনার খবর। তাই যে কোনও দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালককে ধরা প্রসঙ্গে এদিন রবিশঙ্কর প্রসাদ বললেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যে কেউ কোনও দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছেন এবং আইনের হাত থেকে বেঁচে যাচ্ছেন। নাম, ঠিকানা বদলে, ছবি বদলে দিয়চ্ছে, আর তারপর আবার নতুন লাইসেন্স বের করে নিচ্ছেন। কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে।
তবে কোনোও ব্যক্তি হয়তো তার নাম বদল করতে পারবেন কিন্তু আধার কার্ডে থাকা ফিঙ্গার প্রিন্ট, চোখের মণির ছবি বদল করতে পারবেন না।‘ ফলত এই আইন পাশ হওয়ার পরে আইনের ছোখে ধুলো দিয়ে অপরাধীরা আর পালাতে পারবে না, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ। কিন্তু এখন এটাই দেখার বিষয় যে এই আইন পাশ হওয়ার পরেও কজন সত্যিকারের অপরাধী আইনের বেড়াজালে ধরা পরে? কেন্দ্রের এই আইন বিভিন্ন এলাকা তথা শহর, গ্রাম, জেলা, রাজ্যে কতটা প্রযোজ্য হয়? কারন বাংলায় প্রবাদ আছে, ‘আইন যেমন আছে, আইনের ফাঁকও তেমন আছে’।
সুত্র ঃ সোশ্যাল মিডিয়া।