ডোমজুড়ে তৃণমূলের বাইক মিছিলে গোষ্ঠীদ্বন্দ্ব
HnExpress বাপ্পাদিত্য ঘোষাল, ডোমজুর ঃ বুধবার তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রচারে বাইক মিছিল অভিযান ছিল হাওড়ার বাঁকড়ায়। এদিন বাইক মিছিলকে কেন্দ্র করে ডোমজুড়ের বাঁকড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ব্যাপক মারামারি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সূত্রে খবর, মিছিল বাঁকড়া বাজার থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সেই মিছিল শুরু হয় সলপ বাজার থেকে নেতৃত্বে ছিলেন মাননীয় তৃণমূলের নেতা কল্যাণ ঘোষ মহাশয়। প্রায় ৭০০ বাইকে সঙ্গে করে নিয়ে শলপ বাজার থেকে মিছিল রওনা দেয় ডোমজুড় থানার উদ্দেশ্যে।
মিছিল সলপ থেকে কিছুটা যাওয়া পর হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে জেরে আহত হয় বেশ কিছু তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এই কর্মীরা।এই গোষ্ঠীদ্বন্দ্বকে কল্যান বাবু জানিয়েছেন, পুরনো তৃণমূল এবং নতুন তৃণমূলের মধ্যে একটা ফারাক। কল্যান বাবু জানিয়েছেন তিনি ১৯৯৮ সাল থেকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে আদর্শ নীতি দ্বারা এই দলটি করে আসছেন, কিন্তু এখন যখন তৃণমূল দল ক্ষমতায় আসেন তখন কিছু হার্মাদ দলে ঢুকে এই গন্ডগোল বাঁধা বার চেষ্টা করছে এবং বাধাচ্ছে।