ডেঙ্গু সচেতনতায় নিউব্যারাকপুরের পৌরমাতা লিপিকা দাস
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : ডেঙ্গু সচেতনতায় নিউব্যারাকপুর পৌরসভা স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ২০ টি ওয়ার্ডে জোরকদমে চলছে ডেঙ্গু সচেতনতার পদযাত্রা, পরিবেশ পরিচ্ছন্নতার কর্মসূচি। নিউব্যারাকপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের পৌরমাতা লিপিকা দাস তার ওয়ার্ডের সকল নাগরিকদের এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে লেনিন সরণি, হরেন্দ্র মুখার্জি রোডে, বিভিন্ন অলিতে গলিতে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন। ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ে সচেতনতা করছেন। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশা মারার তেল দিচ্ছেন।
এলাকার পৌরমাতা স্বয়ং নিজে ঝাড়ু হাতে রাস্তা ঝাট দিচ্ছেন। পৌরমাতা লিপিকা দাস বললেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর রোগনির্ণয় ও চিকিৎসার সুযোগ বিনামূল্যে হয় সরকারি হাসপাতালে। নিউব্যারাকপুরে ড. বিসি রায় জেনারেল হাসপাতালে ও মাতৃসদনে স্বল্পমূল্যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার রক্ত পরীক্ষার সুব্যবস্থা আছে। তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। শিশুদের মশারির ভেতরে রাখুন। এলাকার মানুষদের সচেতন করতে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেন।