ডেঙ্গু প্রতিরোধে পথে নামল বীজপুর পুলিশ
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : বর্ষা নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ব্যতিক্রম নয় বীজপুর তথা হালিশহর-কাঁচরাপাড়ার বিস্তীর্ণ অঞ্চল। গত কয়েক বছর ধরেই কাঁচরাপাড়া-হালিশহরে ডেঙ্গু ও এনকেফেলাইটিসে প্রাণ গেছে বেশ কয়েকজনের। গত বছর খোদ কাঁচরাপাড়ায় ডেঙ্গুতে মারা গেছেন অন্তত ৫ জন নিরীহ নাগরিক।
সেই দিকে দৃষ্টি রেখেই এবার পুর সভার পাশাপাশি বীজপুর পুলিশ ডেঙ্গু প্রতিরোধে পথে নেমেছেন। আজ, ৫ই সেপ্টেম্বর, বুধবার শিক্ষক দিবসকে সামনে রেখে বীজপুর থানার পুলিশ সামিল হয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে। আর এতে নেতৃত্ব দেন স্বয়ং আইসি কৃষ্ণেন্দু ঘোষ। এছাড়াও থানায় নিযুক্ত পুরুষ-মহিলা সিভিক ভলেন্টিয়ারও সমবেত ভাবে এই কর্মসূচিতে যোগ দেয়। আর এই কর্মসূচিতে বিশেষ করে নাম করতে হয় পুলিশ আধিকারিক অতীন মজুমদারের কথা।
এলাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয়, আর কী করণীয় নয় তা মাইকে প্রচারের সঙ্গে চলে ব্লিচিং ছড়ানোরও কাজ। এতে যোগ দেন বেশকিছু পথচলতি মানুষও। পুলিশের এমন সামাজিক কাজের জন্য সাধুবাদ জানানো হয়েছে বীজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে।