ডেঙ্গু নিয়ে বিশেষ কমিটি হালিশহর পুরসভায়

0

HnExpress দেবাশিস রায়, হালিশহর : দীর্ঘ মাসদুয়েক পর ২ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হল হালিশহর পুরসভার বোর্ড মিটিং। এদিন বিক্ষুব্ধ ১১ জন কাউন্সিলরও হাজির ছিলেন এসভায়। উল্লেখ্য, এর আগে দু-দুবার সভা ডেকেও তা বাতিল করে দিতে বাধ্য হন। 

এদিনও আলোচ্য বিষয়ে পুরসভার বোর্ড মিটিংয়ে চাকরি সংক্রান্ত বিষয়টি রাখা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা আগেই বিক্ষুব্ধ কাউন্সিলররা চাকরি সংক্রান্ত বিষয়টি আলোচ্য সূচি থেকে বাদ দেওয়ার দাবি জানান। সেই মোতাবেক বাতিল করা হয় সেটি।
বিক্ষুব্ধ কাউন্সিলরদের তরফে প্রণব লোহ জানান, নিয়োগ সংক্রান্ত বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলব না। তবে এই বিষয়ে আমাদের আপত্তি আছে।

সূত্রের খবর, এদিন মূলত হালিশহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ করা হয়। সর্বসম্মতিতে গঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিশেষ কমিটি। এগজিকিউটিভ অফিসার, তিনজন সিআইসি মেম্বার এবং হেল্থ ও স্যানিটারি ইন্সপেক্টরকে নিয়ে গঠিত হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: