ডেঙ্গুর থাবা এবার হালিশহরেও

HnExpress নিজস্ব প্রতিনিধি, হালিশহর : বীজপুর জুড়ে অজানা জ্বরের প্রকোপ ক্রমেই বাড়ছিল। এরই মধ্যে কাঁচরাপাড়ায় সেই অজানা জ্বরের ধাক্কায় প্রাণ হারান এক যুবক। তাঁর রক্তেও মিলেছিল ডেঙ্গুর জীবাণু।
এবার ডেঙ্গুর থাবা পড়ল হালিশহরে। জানা গেছে, আক্রান্ত মহিলার নাম সুমিতা পাইন। বয়স ১৮ বছর। স্বামীর নাম সেন্টু পাইন। তাঁরা হালিশহর সরকার বাজার বাসিন্দা। কদিন ধরেই ওই মহিলার কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। এলাকার চিকিৎসককে দেখালেও কোনওভাবেই জ্বর কমছিল না। অবশেষে গত শুক্রবার ১৪ সেপ্টেম্বর সুমিতা দেবীকে ভর্তি করা হয় কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে।
সেখানেই রক্ত পরীক্ষায় ধরা পরে তাঁর প্লেটলেট অস্বাভাবিকভাবে কমে গেছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সূত্রের খবর। তবে তিনি চিকিৎসায় যথেষ্টই সারা দিচ্ছেন।