November 12, 2024

ডাক্তারবাবুকে হারিয়ে আরামে জিতলেন দিলুদা, সজোরে ধাক্কা খেল শাসক শিবির

0
Advertisements

HnExpress জয় গুহ, মেদিনীপুর ঃ বস্তুত পারলেন না ডাক্তারবাবু শেষ রক্ষা করতে। শেষ পর্যন্ত মেদিনীপুরের মতো তৃণমূলের গড় হিসেবে পরিচিত লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মানস ভুঁইয়ার মতো হেভিওয়েট কংগ্রেস থেকে আসা তৃণমূল প্রার্থীকেও পরাজিত করলেন তিনি। যা কার্যত মেদিনীপুর জেলায় নতুন রাজনৈতিক দিশার সূচনা করবে বলেই মনে করছেন অন্যান্য রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন সকাল থেকে মানস ও দিলীপের মধ্যে চলছিল টানটান প্রতিযোগিতা। কখনও তৃণমূল এগিয়ে, তো কখনও বা বিজেপি। এভাবেই যেন সাপ-লুডোর খেলা চলছিল মেদিনীপুর কেন্দ্রে। কিন্তু শেষ কিছু রাউন্ডের গণনায় লাফিয়ে লাফিয়ে এগিয়ে গেলেন দিলীপ ঘোষ। ক্রমশ মানসবাবুর ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন তিনি।

বিজেপি রাজ্য সভাপতির জয়লাভের ব্যবধান শেষ পর্যন্ত স্পষ্ট না হলেও শেষ পাওয়া খবরে প্রায় ৮৭ হাজার ভোটে জিতেছেন দিলীপবাবু। তাঁর প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৮১ হাজার ৩৫৪। যেখানে দিলীপের নিকটতম প্রার্থী মানস ভুঁইয়া পেয়েছেন মাত্র ৫ লক্ষ ৯৪ হাজার ২৯৯।

Advertisements

Leave a Reply