November 5, 2024

ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে লেনিনগড়ে পথসভা

0
Advertisements

HnExpress অলোক আচার্য লেনিনগড় : উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে বীনাপানি ঠাকুরের জন্ম শত বর্ষ উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বৃহষ্পতিবার। ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর জনসভাকে সফল করতে খড়দহ ব্লক তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকালে লেনিনগড় বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়, জেলা তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সৌমিত্র ভট্টাচার্য, তনয় দাস, বিলকান্দা পঞ্চায়েত সদস্য শ্যামল দে, স্বপন হালদার, সমীর গুহ, বিলকান্দা তৃনমূল সভাপতি অধ্যাপক শ্যামাপদ রায়। 

সভায় সভাপতিত্ব করেন খড়দহ ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী। প্রবীর বাবু বলেন জেলা তৃনমূল কংগ্রেসের নির্দেশে প্রতিটি ব্লক ও টাউনে যে সভা করার কথা বলেছেন তারই অঙ্গ হিসেবে এই পথসভার আয়োজন। খড়দহ ব্লক থেকে ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর জনসভায় কয়েক হাজার মানুষ যোগদান করবেন। পথসভা কে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়েছিল।

Advertisements

Leave a Reply