টিউমার মানেই কি ক্যান্সার? বিশদে জানাছেন ডাঃ বরুন মজুমদার
HnExpress ওয়েবডেক্স নিউজ, বরুন মজুমদার : ক্যান্সার মানেই মৃত্যু নয় এটা আজ মানুষ বুঝতে পেরেছে। সচেতনতা বৃদ্ধির ফলে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগও বাড়েছে। প্রাথমিক অবস্থায় ধরা পরলে এবং চিকিৎসা করলে ক্যান্সার পুরোপুরি সেরেও যেতে পারে অথবা ক্যান্সারকে নিয়ন্ত্রণে রাখা সহজ। বাড়ন্ত অবস্থায় ধরা পড়লেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগীর কষ্ট অনেকটা কমানো যেতে পারে। আজকের সুস্বাস্থ্য নিয়ে লিখেছেন ডাঃ বরুন মজুমদার।
টিউমার মানেই কি ক্যান্সার?
টিউমার হল শরীরের অস্বাভাবিক টিস্যু পিণ্ড, যার কোষ অতি দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোষের ধরন ও আচরণভেদে টিউমার সাধারনত দুই ধরনের হয়ঃ
১. বিনাইন : এটি বিপজ্জনক নয়।
২. ম্যালিগনেন্ট : এটি বিপজ্জনক টিউমার।
ক্যান্সার হচ্ছে এক ধরনের ম্যালিগনেন্ট টিউমার। অতএব, শরীরে পিণ্ড বা টিউমারের আচরণ যদি ম্যালিগনেন্ট টিউমারের বৈশিষ্ট্যের মতো না হয় কিংবা রোগীর যদি ক্যান্সারের অন্যান্য লক্ষণসমূহের কোনটাই না থাকে, তাহলে এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
টিউমার মানেই কিন্তু ক্যান্সার নয়। স্বাস্থ্য নিয়ে মানুষের সচেতনতা দিন দিন বৃদ্ধির পাশাপাশি নানা রকম রোগের ভীতি যোগ হচ্ছে। আজকাল অনেকেই ছোট একটি টিউমার হলেই ক্যান্সার হল ভেবে দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। অনেক সময় চিকিৎসক বুঝিয়ে বলার পরও ভয় কাটতে চায় না। আমাদের টিউমার বা ক্যান্সার সম্বন্ধে প্রাথমিক কিছু ধারণা না থাকার কারনে অনেক পরীক্ষার পরও ভয় থেকে যায়, রিপোর্ট সঠিক আছে কিনা? তাই টিউমার বা ক্যান্সার সম্বন্ধে প্রাথমিক কিছু তথ্য জেনে নিন।
ক্যান্সারের কারন কি?
সুনির্দিষ্ট ভাবে ক্যান্সারের কারণ এখনও জানা যায়নি, তবে নানান কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। ক্যান্সার বৃদ্ধির জন্য আমাদের বদলে যাওয়া জীবনযাপন অনেকাংশে দায়ী। উচ্চ ক্যালোরি যুক্ত খাবার, যেমন ফাস্টফুড এবং খাদ্যতালিকায় ফাইবার জাতীয় খাবার কম পরিমাণে থাকার কারণে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। অতিরিক্ত পরিমানে মিষ্টি জাতীয় খাবারের কারণে বয়স্ক ব্যক্তি এমনকি বাচ্চাদের মধ্যেও স্থূলতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটাও ক্যান্সারের একটি বড় কারণ। এছাড়াও ধূমপানসহ বিভিন্ন তামাকজাত দ্রব্য গ্রহণ এবং পরিবেশ দূষণ ক্যান্সার বৃদ্ধি পাওয়ার জন্য বিশেষ ভাবে দায়ি।