টলিউডের নয়া নায়িকা মৌমী

HnExpress সম্রাট গুপ্ত, মেদিনীপুর, ২১ জানুয়ারি : গনগনি আর শিলাবতী নদীর হাত ধরে টলিউডে আবির্ভূত হচ্ছে এক নয়া মুখ মৌমী ব্যানার্জি। শীলাবতী নদীর টানে ক্ষয় হচ্ছে পাশের ভূ-পৃষ্ঠের। ক্ষয়ে যাওয়া ঢালগুলির মধ্যে দিয়েই ফুটে উঠেছে সৌন্দর্য। মনে হবে কেউ যেন এঁকে দিয়েছে নানা ধরনের নকশা। ক্ষয় রোধে গাছও লাগানো হয়েছে। ফলে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য একেবারে ভরপুর। সৌমেন্দু দে-র অনিন্দ্যসুন্দর একটি ভিডিওতে এই রকম পটভূমিতেই নেচে নেচে বেড়াচ্ছেন মৌমী।

আপাতত মেদিনীপুর কেডি কলেজের বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। মেদিনীপুর শহরের বাসিন্দা। মেদিনীপুর কলেজে (স্বশাসিত) ফটোগ্রাফি বিভাগে মডেলিং করছেন। মেদিনীপুর কলেজ চত্বরে দেখা এই প্রতিবেদকের সঙ্গে। তিনি জানান, দ্বিতীয় বর্ষে পড়ার সময়ে সৌন্দর্য প্রতিযোগিতা আর মডেলিংয়ে স্বীকৃতি পান। এর পর শুরু হয় স্বপ্নের উড়ান। সুযোগ আসে নির্দেশক সৌমেন্দু দে-র তত্বাবধানে রাজ্য সরকারের পর্যটন উন্নয়ন ভিডিও-তে মডেলিংয়ের। এটি পশ্চিম মেদিনীপুরের গনগনিকে কেন্দ্র করে। ভিডিওটি একদিকে প্রশংসিত হয়। জেলা সংগ্রহশালায় স্থান পায় এটি। এর পর গনগনি পর্যটনকেন্দ্র হিসাবে বিশেষ স্বীকৃতি পায়।

এবার মৌমী ডাক পান টলিউড থেকে। প্রথম অডিশনেই সুযোগ আসে প্রযোজক অতনু রায়ের ছবিতে নায়িকা হওয়ার। ছবিটি অবশ্য এখনও শুরু হয়নি। পরিচালক কনৌজ দাসের একটি ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের সুযোগ এসেছে। এটির শুটিং চলছে। পড়াশোনা আর বড় পর্দা— এ দুটিকে আপাতত প্রাধান্য দিতে চান। এ কারণে ফিরিয়ে দিয়েছেন ছোট পর্দার কিছু অফার।

এই প্রজন্মের একটা বড় অংশের তো বই পড়ায় চরম অনীহা! ভাষা নিয়ে পড়ছেন। বই পড়েন? ইতিবাচক উত্তর দিয়ে মৌমীর দাবি, বহু ধরণের বই পড়ি। তার মধ্যে সেরা দুটি বই হল ‘পথের পাঁচালি’, ‘ছুটি’। সেরা লেখক আর কবি? জবাব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর। সেরা অভিনেতা? শাহরুক খান। আর সেরা অভিনেত্রী? দীপিকা পারুকন। তবে, সর্বকালের সেরা অভিনেত্রী সুচিত্রা সেন।

1 thought on “টলিউডের নয়া নায়িকা মৌমী

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: