ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় পার্থ চট্টোপাধ্যায়
HnExpress অর্নব দেবনাথ, ঝাড়গ্রাম : আসন্ন লোকসভা নির্বাচনে ৪২ এ ৪২ এর লক্ষ্যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী বীরবাহা সোরেন এর সমর্থনে জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো গোপীবল্লভপুরের যাত্রা ময়দানে।
এদিন সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব ও শিক্ষামন্ত্রীডঃপার্থ চট্টোপাধ্যায়, জেলার বিধায়ক ও দলের জেলার চেয়ারম্যান ডঃ সুকুমার হাঁসদা, মাননীয়া জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস, বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক চূড়ামনি মাহাতো, জেলা যুব সভাপতি মাননীয় দেবনাথ হাঁসদা, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় সত্যরঞ্জন বারিক সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।