January 23, 2025

ঝাড়খন্ডের মদতে এসব দুর্নীতি হচ্ছে : শুভেন্দু অধিকারী

0
Advertisements

HnExpress বিশেষ প্রতিনিধি, ঝাড়গ্রাম : পুরো ঝাড়খন্ডের মদতে এসব হচ্ছে, এখানে কোন গন্ডগোল নেই, বর্ডার এলাকা সিংভুম, চাকুলিয়া থেকে এসে এই সব করছে বিজেপির মদতে। আজ ঝাড়গ্রামের মর্গে মৃত তৃনমুল নেতার মরদেহে ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানাতে এসে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

এদিন বিকেলে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চত্বরে আসেন পার্থ চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। হাসপাতাল সুপারের অফিস ঘরে জেলাশাসক, এসপি, সুকুমার হাঁসদ ও দলের কয়েকজন জেলা নেতার সঙ্গে কথা বলেন দুই মন্ত্রী। সন্ধ্যায় হাসপাতাল চত্বরে চন্দনের মরদেহে ফুলের স্তবক দেন তাঁরা। পার্থ চট্টোপাধ্যায় বলেন, যে কায়দায় বিগত দিনের সিপিমের জল্লাদ বাহিনী আমাদের কর্মীদের খুন করেছে, রক্তাক্ত করেছে জঙ্গল মহলকে তারাই আজকে বিজেপির নাম ধরে সেই অত্যাচার সেই ভয় ভীতি সেই হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। চন্দন ষড়ঙ্গীকে তারা খুন করেছে। চন্দনের বাবাকেও ২০০২ সালে হত্যা করা হয়েছিল, আজকে চন্দনকেও হত্যা করা হল। মূল অভিযুক্তকে পুলিশ ধরেছে। চন্দনের বাবার খুনেও ওই একই ব্যক্তি অভিযুক্ত ছিলেন। পতাকা বদল করে সে অপকম্ম করে যাচ্ছে। সিপিএম ও বিজেপির যৌথ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রামে চন্দনের স্মরণ সভা করা হবে বলে জানান পার্থ। দাঙ্গাবাজ সাম্প্রদায়িক শক্তি ও ভীতু সিপিএম কে অন্যের পতাকা নিয়ে জল্লাদের ভূমিকায় নামাকে প্রতিহত করবই।

Advertisements

Leave a Reply