জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে আবারও ধুন্ধুমার কান্ড কাঁচড়াপাড়ায়
HnExpress ভাস্কর বাগচী, কাঁচড়াপাড়া : জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জমে উঠেছে বঙ্গ রাজনীতি। আজও ধুন্ধুমার কাণ্ড ঘটল কাঁচড়াপাড়ায়, অবশেষে পুলিশ এসে লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং পরিস্থিতি সামাল দেয়।
মুখ্যমন্ত্রীকে টার্গেট করে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া হচ্ছে বারংবার। মুখ্যমন্ত্রী দলীয় কাজে যেকোনো জায়গায় বেরোলেই তার কনভয়কে লক্ষ্য করে ধ্বনি দেওয়ার মত ঘটনা ঘটছে।শুক্রবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, মুখ্যমন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে জয়শ্রীরাম বলার জন্য পুলিশ ১০ জনকে গ্রেফতার করে।
এই প্রসঙ্গে লোকসভা নির্বাচনে জিতে আসা বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং প্রতিক্রিয়া দিয়ে বলেন মুখ্যমন্ত্রীকে ১০ লক্ষ জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড আমরা পাঠাবো।
উল্লেখ্য প্রতিটি জায়গায়, যেখানেই জয় শ্রী রাম স্লোগান ধ্বনিত হয়েছে সেখানেই মুখ্যমন্ত্রী মেজাজ হারিয়েছেন। নৈহাটি ও ভাট পাড়ায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেয় কিছু যুবক এবং এর ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার দিন মুখ্যমন্ত্রীকে দেখা গেছে দুই জায়গায় তিনবার গাড়ি থেকে নামতে।
দ্রুত এই ঘটনার তদন্ত করে মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর শনিবার ফের জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কাঁচড়াপাড়া এলাকা। তৃণমূল নেতাদের দলীয় কার্যালয়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন বিজেপি কর্মীরা। মন্ত্রীদের রাস্তায় আটকে যখন বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকেন।
তখন এই জটিল পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ শুরু করে। আজ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে সুত্র অনুযায়ী এই জয় শ্রীরামের পাল্টা জবাবে এবার মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন জয়হিন্দ বাহিনী। এখন দেখার বিষয় বঙ্গ রাজনীতিতে এই দুই স্লোগান কতটা কার্যকর হয় ওঠে।