জোরকদমে প্রচার চলছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের

HnExpress অলোক আচার্য, উত্তর ২৪ পরগণা : দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় একেবারে জোরকদমে সারছেন ভোটপ্রচার। আজ দমদম পুরসভার বিস্তীর্ন অঞ্চলে হুটার জিপে চড়ে ভোট প্রার্থনায় বিরাট মিছিল করলেন অধ্যাপক সৌগত রায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, দমদম পুরসভার পুরপ্রধান হরিন্দর সিং সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন ও স্হানীয় তৃণমূল সমর্থক মানুষেরা। বেলুন, দলীয় পতাকা, ফেস্টুন সহ মিছিলে কয়েক হাজার মানুষ জমায়েত হন এদিন। শ্লোগানে মুখরিত হয়, অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করুন। সৌগত রায় করজোড়ে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন এদিন।
অন্যদিকে, জোরকদমে চলছে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এর ভোট প্রচার। আজ বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: কাকলি ঘোষ দস্তিদার বিধাননগর লেকটাউন সহ মধ্যমগ্রাম, বারাসাতের এলাকা জুরে জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন। এদিন দলীয় পতাকা, ফেস্টুন, বেলুন, আর স্লোগান দিতে দিতে করজোড়ে বিনম্রতার সহিত এলাকার সকল অধিবাসী ও দোকানে কর্মরত মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করলেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস সহ স্হানীয় তৃনমৃলের নেতৃত্বরা।