জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ছট পুজো

HnExpress দক্ষিন দিনাজপুর ঃ সারা দেশের সাথে তাল মিলিয়ে শ্রদ্ধার সহিত মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ছট উৎসব। কালী পুজোর ঠিক ছদিন পরে এই উৎসব বলেই এর নামকরণ ছট। অনেকে এই পুজোকে সূর্যষষ্ঠীও বলে। এই পুজো মূলত মহিলাদের পুজো, এবং চার দিন ধরে চলে। যদিও পরে পুরুষরাও এতে অংশ নেন এবং ‘ছট্টি মাইয়া’ নামে দেবীর পুজো করে থাকেন এই পুজোয় উদীয়মান সূর্য এবং অস্তগামী সূর্য দুইএরই পুজো হয়। পুজোর প্রথম দিনটি ‘নহায় খায়’ নামে প্রচলিত।  দ্বিতীয় দিন হলো ‘খর্না’। আর তৃতীয় দিনটি হলো ‘ছট’। চতুর্থ দিনটিকে সব থেকে পবিত্র বলে মনে করা হয়, এদিন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য উৎসর্গ করার মধ্য দিয়েই পুজো সম্পন্ন হয়।

 দক্ষিণ দিনাজপুর জেলায় আত্রেয়ী নদীর পাশাপাশি অন্যান্য নদী ও জলাশয়ের ধারেও এই পুজো চলছে। পুজোকে ঘীরে মেলার আসর বসেছে বিভিন্ন নদীর পারে। আজ হিন্দীভাষী থেকে শুরু করে বাঙালীরাও ছট মাইয়ার পুজোয় মেতেছে। কথাই আছে ছট মাইয়ার কাছে মানত করলে তা নাকি সফল হয় তাছাড়া এদিন বাড়ি বাড়ি সুস্বাদু ঠেকুয়া ও লিট্টি বানানো ও খাওয়ার ধুম পড়েছে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: