উত্তর চব্বিশ পরগনা জেলার নব্বইটি পঞ্চায়েত গঠনের প্রক্রিয়া শুরু

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : উত্তর চব্বিশ পরগনা জেলার একশো নিরানব্বইটি পঞ্চায়েত এর মধ্যে নব্বইটি পঞ্চায়েত গঠন হবে। আর বাইশটি ব্লকের মধ্যে পাঁচটি গঠন হবে। জেলা পরিষদ গঠন হবে না, গতকাল ও আজ নিউবারাকপুরের কৃষ্টি অডিটোরিয়ামে পরিষদীয় দলনেতা নির্বাচন এর জন্য বৈঠক করেন উত্তর ২৪ পরগনা জেলা তৃনমুল কংগ্রেস নেতারা। গতকাল দুটি মহকুমার পঞ্চায়েত গুলির পরিষদীয় দলনেতা ঠিক করা হয়েছে। ফলে ৪৭টি পঞ্চায়েতের পরিষদীয় নেতা নির্বাচন হল। আর আজ বারাসাত ও বসিরহাট লোকসভার পঞ্চায়েত গুলির মধ্য ৪৩ টি পঞ্চায়েতের পরিষদীয় নেতা নির্বাচন হল।

উত্তর ২৪ পরগনা জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এইদিন জানান সর্বসম্মতভাবে এদিন পঞ্চায়েতের দলনেতা নির্বাচন করা হল। তবে বাগদা পঞ্চায়েত সমিতির গঠনের ক্ষেত্রে বর্তমান বিধায়ক দুলাল বর ও প্রাক্তন বিধায়ক উপেন বিশ্বাস কে বৈঠক করতে হবে। জেলা পরিষদ ও বাকি পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত গুলিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ীদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা রয়েছে রাজ্য। পরিষদীয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ বনগাঁ, গাইঘাটা, বাগদা, হেলেঞ্চা প্রভৃতি এলাকার বিধায়কগণ।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: