জামিন হল না বীজপুরের তৃণমূল যুবনেতাদের

1

HnExpress দেবাশিস রায়, হালিশহর : কাঁচরাপাড়ার কুলিয়া রোডে তৃণমূলের গোষ্ঠী কলহের জেরে গ্রেপ্তার করা হয়েছিল দলের দুই যুবনেতা সুদীপ্ত দাস ও রাজা সরকারকে। বিষয়টি আপাতত বারাকপুর আদালতের বিচারাধীন। ১ নভেম্বর, বৃহস্পতিবার তাদের ফের আদালতে হাজির করানো হয়। আবেদন জানানো হয় জামিনের আর্জি। আদালত তা নামঞ্জুর করে দেয়। এর আগেও আদালত দু-দুবার এদের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। প্রথম দফায় তাদের তিনদিনের পুলিশ হেফাজত হয়। আর দ্বিতীয় দফায় তিনদিনের জেল হেফাজত হয়। বৃহস্পতিবার, ১ নভেম্বর তাদের আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতদের ৭ তারিখে ফের আদালতে হাজির করার নির্দেশ দেন। 

প্রসঙ্গত, গতকালই আদালতের সংবাদদাতার সূত্রে জানা গেছিল বৃহস্পতিবার ধৃত যুবনেতাদের জামিন নাও মিলতে পারে। সে কথাই মিলে গেল। তবে পরের শুনানি অর্থাৎ ৭ নভেম্বর আদালতের পূজাবকাশ মেটার পর তাদের জামিন আটকানো সম্ভব নয়। কেননা, যেসব ধারায় মামলা দায়ের হয়েছে আদালতের নির্দেশে তার কোনও তথ্যপ্রমাণই দাখিল করতে পারেনি পুলিশ।

এদিকে বীজপুর পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে এলাকায়। বুধ ও বৃহস্পতিবার বেশ কিছু জায়গা থেকে কয়েকটি আগ্নেযাস্ত্র-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর।

1 thought on “জামিন হল না বীজপুরের তৃণমূল যুবনেতাদের

Leave a Reply

%d bloggers like this: