September 10, 2024

জামশেদপুর এফসি হারিয়ে লিগের শীর্ষে রেনবো এসি

0
Advertisements

HnExpress অলোক আচার্য, বারাসত : দ্বিতীয় ডিভিশন আই লিগের ফুটবলে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি বনাম নিউ বারাকপুর রেনবো এসি মুখোমুখি হয় আজ। খেলার প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল রেনবো। মাঝমাঠ রেনবোর দখলে যায়। রেনবোর সুজিত সাধু’র অসাধারন গোলে রেনবো এগিয়ে যায়। খেলা জমে ওঠে। বিপক্ষ দল গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে।

জামশেদপুর এফসি কে হারাতে মরিয়া হয়ে ওঠে রেনবো। রেনবোর সুরজ মাহাতো দ্বিতীয় গোলটি করে। মাঝমাঠ ও ডিফেন্স রেনবোর পক্ষে চলে যায়। খেলার দ্বিতীয়ার্ধে রেনবোর বিদেশী স্ট্রাইকার জোয়েল সানডে তৃতীয় গোল করে। গোল পরিশোধ করতে প্রতিপক্ষ জামশেদপুরের খেলোয়াড়রা প্রানপন চেষ্টা করে। ৬৫ মিনিটের মাথায় জামশেদপুর এফসি স্ট্রাইকার সোরাব আখতার একটি গোল করলেও রেনবো ৩-১ গোলে এগিয়ে থাকে। রেনবোর দশর্কদের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো।

দশর্কদের উৎসাহ উদ্দীপনায় রেনবোর খেলোয়াড়রা উজ্জীবিত হয়। রেনবোর সৈকত সরকার চমৎকার ভাবে চতুর্থ গোলটি করে। ৭৪ মিনিটের মাথায় জামশেদপুর এফসি’র স্ট্রাইকার জয়পাল সিং দ্বিতীয় গোলটি করে। পুরো মাঠ দাপিয়ে খেলে রেনবোর খেলোয়াড়রা। রেনবোর পঞ্চম গোলটি করে রবি হাজরা। নিউ বারাকপুর শহর থেকে দশর্কদের উপস্হিতি রেনবোর বাড়তি অক্সিজেন পায়। রেনবোর বিদেশী স্ট্রাইকার জোয়েল সানডের দ্বিতীয় গোলে খেলার ফলাফল ৬-২ দাড়ায়।

রেনবো এসি’র কোচ জহর দাস জানান ছেলেরা ভালো খেলেছে। মাঝমাঠ ও ডিফেন্স ভাল ছিল। রেনবো এসি র চারটি খেলায় আট পয়েন্ট। দুটিতে ড্র এবং দুটি জয়। জামশেদপুর এফসি পরবর্তী খেলা মনিপুর ইম্ফলের ট্রাউর সঙ্গে। রেনবো এসি সভাপতি সুখেন মজুমদার বলেন উত্তর ২৪ পরগনা জেলা থেকে একমাত্র দল নিউ বারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাব আই লিগ খেলছে। এটা আমাদের সকলকে কাছে গর্বের ও আনন্দের। রামধনুর সাত রঙের ডানা মেলে উপরে উঠছে। কেউ আটকাতে পারবে না। লক্ষ্য লিগ জয়ের। ছেলেরা ভালো খেলেছে কোচের নির্দেশে।

Advertisements

Leave a Reply