জাতীয় সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে নিউ বারাকপুর বয়েজ হাই স্কুলের স্বাধীনতা দিবস ও রাখী বন্ধন উৎসব পালন
HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও বিশ্বশান্তি ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য। এই ঐতিহ্যময় পরম্পরাকে সামনে রেখে উত্তর ২৪ পরগণা জেলার নিউবারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এক অনন্য নজির সৃষ্টি করল ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে। এরই পাশাপাশি এদিন বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রাখী বন্ধন উৎসবও। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মুক্তমঞ্চে।এদিন বিদ্যালয় যথাযথ সন্মান ও শ্রদ্বা সহকারে স্বাধীনতা দিবস পালন করে। আর সংবিধানে উল্লেখিত পতাকা বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। ছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী, মৌলবি শেখ ওয়ারিশ মহম্মদ, শেখ আনোয়ার হোসেন, সিস্টার ডলি ও সিস্টার পিয়ারলিসা, বৌদ্ধ ভিক্ষু কীর্তিরতন মহাতেরো, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নির্মল কুমার বসু, প্রাক্তন শিক্ষক বরুণ চন্দ্র দেবনাথ সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগন।অভিনব অনুষ্ঠানে সকলে মিলে হাতে হাত রেখে মানব বন্ধনের মাধ্যমে বৈচিত্র্যেময় ঐক্য তুলে ধরেন। প্রধান শিক্ষক সকলের হাতে রাখি পরিয়ে দেন। সম্প্রীতি ও সৌভাতৃত্ববোধের এক মিলনক্ষেত্র ছাপ ফেলে দেয়।শিক্ষক ও ছাত্রদের মধ্যেও এদিন রাখী বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। ধর্মীয় প্রতিনিধিরা সকলেই দিনটির তাৎপর্য ছাত্র সহ অভিভাবিকাদের সামনে তুলে ধরেন। বিদ্যালয়ের এন সি সি ক্যাডেট বাহিনীর ছাত্ররাও পতাকার সম্মান প্রদর্শন করে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তঃ বিদ্যালয়ে প্রবন্ধ, বসে আকোঁ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্র অনির্বান মিস্ত্রী ও শিক্ষক অম্লান দাশগুপ্ত। শিক্ষক সুখেন্দু বিকাশ মাইতির পরিচালনায় মঞ্চস্থ হয় ছাত্র নাটক ‘নব ভারতের স্বপ্ন’। সঙ্গীত পরিচালনায় ছিলেন শিক্ষক অম্লান দাশগুপ্ত। অম্লান দাশগুপ্তের সুমধুর কন্ঠে পতাকার শপথবাক্য স্তোত্র পাঠ ছিল বেশ সাবলীল।অভিভাবক, অভিভাবিকাদের ও ছাত্রদের উপস্হিতি ছিল নজরকাড়া। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্হিত সকলকেই মিষ্ট মুখ করানো হয় এদিন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা ও ছাত্রদের স্বাধীনতা শপথ বাক্য পাঠ করান শিক্ষক অম্লান দাশগুপ্ত।