জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী ডঃ লক্ষ্মণ শেঠের রোডশো

HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর : ২৩ শে এপ্রিল ২০১৯ সকাল ১০ টা থেকে মহিষাদল সিনেমা মোড় হয়ে গেওয়াখালী পরে লক্ষ্যা স্কুল থেকে ক্যাপাসবেড়া প্রর্যন্ত প্রায় রাত্রি ৮ টা অব্দি চলে এই রোড শো। আবাল -বৃদ্ধ -বনিতা সকলেই এই রোড শো’য়ে দেখতে পাওয়া যায়। ডঃ লক্ষ্মণ শেঠ হলদিয়া এলাকায় নতুন শিল্প স্থাপন, সিক্স লেন রাস্তা এবং হলদিয়া থেকে কোলাঘাট পর্যন্ত উন্নয়নের জোয়ার আনতে হাত প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আগামীতে অর্থাৎ ক্ষমতায় এলে এলাকায় কি কি উন্নয়ন করতে চান একটি লিফলেট মারফত আজ তা প্রকাশ করেন। আজকের সভায় তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুর জেলা কংগ্রেস এর সভাপতি মানিক ভৌমিক, জেলা যুব সভাপতি আব্দুল মতিন, মহিষাদল ব্লক সভাপতি মাখন চন্দ্র ঘোড়াই এবং শ্রমিক নেতা প্রণব দাস ও সুদর্শন মান্না প্রমুখ।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: