বীজপুর পুলিশের উদ্যোগে একদিবসীয় জলতরঙ্গ কাপ ফুটবল প্রতিযোগিতা

HnExpress দেবাশিষ রায়, বারাকপুর ঃ বারাকপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে বীজপুর পুলিশের উদ্যোগে ৮ দলের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর, রবিবার। হালিশহর সরকারপাড়া স্পোর্টিং ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হবে এই জলতরঙ্গ কাপ ফুটবল প্রতিযোগিতা।

অংশ নেবে হালিশহর সরস্বতী ক্লাব, হালিশহর স্পোর্টিং ক্লাব, হালিশহর সবুজ সংঘ, হালিশহর নবোদয় সংঘ, কাঁচরাপাড়া এক্স অ্যালুমনি ক্লাব, কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়ন, ধরমপুর এসি ক্লাব ও ধরমপুর এসএসজেজে। এই প্রতিযোগিতার সূচনা করবেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি-১ স্বপন দত্ত।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বারাকপুর পুলিশ কমিশনারেটের নবনিযুক্ত কমিমনার সুনীলকুমার সিং। খেলা শুরু হবে সকাল ৮টায়। বীজপুর থানার তরফ থেকে বীজপুর প্রেস ক্লাব-এর সমস্ত সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: