বীজপুর পুলিশের জলতরঙ্গ কাপ জিতল হালিশহর স্পোর্টিং ক্লাব
HnExpress নিজস্ব প্রতিনিধি, হালিসহর ঃ বারাকপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে বীজপুর পুলিশের উদ্যোগে ৮ দলের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতায় জিতল হালিশহর স্পোর্টিং ক্লাব। বিকেলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা। চূড়ান্ত পর্বের খেলায় তারা কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়নকে ১-০ গোলে হারায়। জয়ী ও বিজেতা দলের হাতে পুরস্কার তুলে দেন বারাকপুর পুলিশ কমিমনারেটের এসিপি-১ স্বপন দত্ত। এছাড়াও হাজির ছিলেন বীজপুর তৃণমূল যুব কংগ্রেসের কনভেনর সুজিত দাস-সহ৷ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।
প্রসঙ্গত, এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ২ ডিসেম্বর, রবিবার। হালিশহর সরকারপাড়া স্পোর্টিং ক্লাবের ময়দানে। এই জলতরঙ্গ কাপ ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ। এছাড়াও সূচনা পর্বে হাজির ছিলেন হালিশহরের পুরপ্রধান অংশুমান রায়, কাউন্সিলর মৃত্যুজ্ঞয় দাস। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বীজপুরের আটটি দল। দলগুলি হল হালিশহর সরস্বতী ক্লাব, হালিশহর স্পোর্টিং ক্লাব, হালিশহর সবুজ সংঘ, হালিশহর নবোদয় সংঘ, কাঁচরাপাড়া এক্স অ্যালুমনি ক্লাব, কাঁচরাপাড়া স্পোর্টিং ইউনিয়ন, ধরমপুর এসি ক্লাব ও ধরমপুর এসএসজেজে। বিকেলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা।
ছবি সৌজন্যে : শুভজিৎ পাল