জমশেদপুরকে হারাতে মরিয়া রেনবো এসি
HnExpress অলোক আচার্য, বারাসাত : তিনটি খেলায় পাচঁ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে নিউবারাকপুর রেনবো এসি। লক্ষ্য লিগ জয়। উত্তর ২৪ পরগনা জেলা থেকে একমাত্র নিউ বারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাব দ্বিতীয় ডিভিশন আই লিগের ফুটবল খেলছে এটা গর্বের ও আনন্দের। এটা ইতিহাস। রামধনুর সাত রঙের ডানা মেলে উপরে উঠছে। অন্ধকার দিয়ে ঢাকা যাবে না। এমনটাই দাবি রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সুখেন মজুমদারের। আজ জামশেদপুর এফসি (আর ) বিরুদ্ধে মাঠে নামছে সাত রঙের রামধনু।
দ্বিতীয় ডিভিশন আই লিগের ফুটবলে ইম্ফলের মাঠে মনিপুরের ট্রাউকে হারিয়ে রেনবোর খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও ফিটনেশ তুঙ্গে রয়েছে। রবিবার দুপুরে বারসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে সাংবাদিক সন্মেলনে দুই দলের কোচ টিম ম্যানেজাররা উপস্হিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা বসেন। রেনবো এসি এবং জামশেদপুর এফসি উভয় দলের কোচ টিম ম্যানেজাররা করমর্দন করেন। উপস্হিত ছিলেন জামশেদপুর এফসি (আর ) কোচ কুন্দন চন্দ্র এবং দলের ত্র্যাডভাইসার রোহিত সিং।
রেনবো এসি র কোচ জহর দাস,রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি সুখেন মজুমদার,দলের ম্যানেজার রমেশ দে,গোলরক্ষক দিব্যেন্দু সরকার। জামশেদপুর এফসি চারটি খেলায় শূন্য পয়েন্ট। জমশেদপুর এফসির খেলোয়াড়রা বারসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মাঠে নেমে হোমওয়ার্ক করলেন রবিবার। লিগ জয়ের লক্ষ্যে রেনবো এসি মরিয়া হয়ে মাঠে নামছে।