January 15, 2025

জন জীব বৈচিত্র নথিকরন কর্মশালা

0
Advertisements

HnExpress পল মৈত্র,দক্ষিন দিনাজপুর ঃ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বিডিও অফিসের বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের জীব বৈচিত্র পর্ষদ এর সহযোগীতায় বংশীহারী ব্লকের ব্যবস্থাপনায় জীব বৈচিত্র ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে জীব নথিকরন কর্মশালার একটি আয়োজন করা হয়। এদিন উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের জন জীব বৈচিত্র পর্ষদের গবেষক ডঃ অনির্বাণ রায়। এদিন দুপুরে সভাকক্ষে এলাকার কিছু সচেতন পরিবেশ প্রেমী মহিলা পুরুষদের নিয়ে এই কর্মশালাটি হয়। তাদের পরিবেশ ও জীব জন্তুদের নিয়ে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেন অনির্বাণ রায়। এবিষয়ে ডঃ অনির্বাণ রায় বলেন, আজ পরিবেশের বিভিন্ন গাছপালা, জীব জন্তু, মাছেদের জীবন বিপন্ন পাশাপাশি বিলুপ্তপ্রায়, তাদের সংরক্ষন ও ২০০২ সালের একটি বিশেষ আইন অনুযায়ী মারা বা নষ্ট করা আইনত দন্ডনীয় অপরাধ এই সব বিষয়ে মানুষকে সচেতন করতেই এলাকার কিছু পরিবেশ প্রেমীদের নিয়ে আজকের এই বিশেষ কর্মশালা, তাছাড়া আজ এই জেলার মোট ৪টি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে কর্মশালাটি চলছে।

Advertisements

Leave a Reply