জঞ্জালের মধ্যেই পানীয় জলের কল, ক্ষোভ এলাকাবাসীর
Advertisements
HnExpress বাপ্পাদিত্য ঘোষাল ও আক্তারুল খাঁন, হাওড়া : হাওড়ার ডোমজুড় এলাকায় যেখানে সেখানে সর্বত্র জঞ্জালের পাহাড় জমছে। পঞ্চায়েতের কোথাও ভ্যাট বা বর্জ্য ফেলার জায়গা নেই। ডোমজুড় গ্ৰামীন হাসপাতালের সামনে পানীয় জলের কল,তার চারপাশে জঞ্জাল ভরা। দূর্গন্ধের চটে নাকে রুমাল চাপা দিতে হয় কলে জল নিতে গেলে।
অথচ হাসপাতালের পাশে রয়েছে ডোমজুড় বিডিও অফিস সহ আরও একটি সরকারি দপ্তর। প্রশাসন নিয়মিত সাফ না করায় এলাকা বাসিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এলাকার ব্যবসায়ী থেকে হাসপাতালে আসা রুগির পরিজনেরা সকলেই এই কল থেকে জল নেয়।নিয়মিত সাফ না করার জন্যই এই অবস্থা বলে অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা।
Advertisements