জগদ্দলে এক যুবক গুলিতে আহত
![](https://i0.wp.com/hnexpress.co.in/wp-content/uploads/2018/10/IMG-20181024-WA0036-1.jpg?fit=640%2C814)
HnExpress নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দল থানার অধীন বারুইপাড়া বাসিন্দা মৌলানা আজাদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মহম্মদ সাহজাদা আনসারিকে গুলি করে কিছু দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর, মঙ্গলবার। জানা গেছে, জগদ্দল গোলঘর এলাকায় সাইকেলে চেপে জিমে যাওয়ার সময় কুড়ি বছর বয়সের সাহজাদাকে পিছন থেকে দুই দুষ্কৃতী গুলি করে পালায়। একটি গুলি তার পিঠে লাগে।
ঘটানার পর স্থানীয় বাসিন্দারা সাহজাদাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। কিন্তু ছাত্রটিকে কে বা কারা, কী কারণে গুলি করল তা জানা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশ এটিকে প্রণয়ঘটিত সম্পর্কের জেরে ঘটেছে বলে মনে করছে। যদিও সাহজাদার পরিবারে দাবি, তাদের বাড়ির ছেলের কোনও শত্রু ছিল না। কিন্তু কেন তাকে গুলি করা হল সেবিষয়েও তাঁরা কিছু জানাতে পারেননি।
অত্যন্ত নক্কারজনক ঘটনা ।