December 11, 2024

ছট পুজা উপলক্ষে মাহালী পাড়ার ব্যস্ততা

0
Img 20191102 Wa0002.jpg
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ আগামীকাল শনিবার ছট মাইয়া বা সূর্য দেবতার পুজা। কালি পূজার রেশ কাটতে না কাটতেই আগামীকাল ছট পুজোয় মেতে উঠবে হিন্দী ভাষী মানুষেরা সহ আপামর বাঙালীরাও। তাই ছট পুজো উপলক্ষে দক্ষিন দিনাজপুর জেলার মাহালী পাড়ার শেষ মূহুর্তের বস্ততা তুঙ্গে বাঁশ দিয়ে তৈরি করা ডালি ও কুলা বানাতেই।

বাঙালীর প্রধান উত্‍সব দূর্গাপূজো ও কালী পূজার মতো হিন্দী ভাষী সম্প্রদায়ের মানুষদের প্রধান উত্‍সব হল ছট পূজা। বর্তমানে খ্রিস্ট বিশ্বাসীদের ক্রিস্টমাস পালনের মতই এই ব্রতও আর হিন্দী ভার্ষী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন আপামর বাঙালী সহ মাড়োয়ারী, নেপালী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা নিজেদের পরিবারের মঙ্গল কামানায় এই পূজায় ব্রতি হন।

ভাগবত পুরান, রামায়ন, মহাভারতের মতো বিভিন্ন গ্রন্থে সূর্যের উপাসনায় উল্লেখ পাওয়া যায়। আর বিভব মতে ছট হলো নাকি ষষ্ঠীর অপভ্রংশ। কার্তিক মাসের অমাবস্যার পরে ষষ্ঠীতে ছট পূজার ব্রত পালন করা হয়। আরেক মতে সুর্য আর ষষ্ঠী হল ভাই বোন। সেই কারনেই ছটকে ছট্টি মাইয়াও বলা হয়।

এই পুজো করা হয় বিকালের দিকে ঘাটে অস্ত যাওয়া সূর্য ও পরের দিন ঊদি্ও মান সূর্যকে। এই ছট পূজার প্রধান উপকরনের মধ্যে অন্যতম হল প্রধান বাশের তৈরী উপাচার সাজানোর কুলা ও ডালা। আর সেই কারনে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সর্বমঙ্গলা গ্রাম পঞ্চায়েতের মাহালী পাড়ার শিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বড় থেকে ছোট, মহিলা থেকে পূরুষ সকলে মিলে কুলো ও ডালা বানাতে ব্যস্ত।

সারা বছর বিভিন্ন ধররনের কাজ করলেও এই সময় একটু বেশি উপার্যনের আশায় বছরের কয়েকটি দিন কুলা ও ডালা তৈরী করেন গ্রামের বেশির ভাগ পরিবারের লোকেরা। তাঁদের হাতের তৈরী সামগ্রী খোলা বাজারে কুলা ৫০ থেকে ৬০ টাকা ও ডালা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়।

কিছু ক্ষেত্রে পাইকারেরাও এসে নিয়ে যায়। এই কাজে ছাত্র ছাত্রী বা স্কুল কলেজের পড়ুয়ারাও বাবা মায়ের সাথে হাত মিলিয়ে উপার্জন করে। সারা বছর অন্যান্য কাজ করলেও ছট পূজার সময়ে একটু বেশি মুনাফা লাভের আশায় পরিবারের সকলে মিলে কুলা ডালা বানান বলে জানান রুপা মাহালী, রাহুল মাহালীরা।

Advertisements

Leave a Reply