চিটফান্ডে টাকা ফেরতের দাবিতে রাজ্যজুড়ে গণডেপুটেশন ও ধর্ণা

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দায়িত্ব রাজ্যে চিটফান্ডে আমানতকারীদের টাকা সুদ-সহ ফেরতের দাবিতে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে সামিল হল অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রাজ্যের ১৯ টি জেলার সাধারণ মানুষ। ২৪ সেপ্টেম্বর সুবোধ মল্লিক স্কোয়ার ও ২৫ সেপ্টেম্বর ধর্মতলার রানি রাসমণি রোডে হয় এই বিক্ষোভ সমাবেশ। সংগঠনের সভাপতি রূপম চৌধুরী জানান, ৪০ লক্ষ এজেন্ট ও প্রায় ৫ কোটি আমনতকারীর জীবন আজ দূর্বিসহ হয়ে উঠেছে।

 

এজেন্টদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা-সহ ৬ দফা দাবিতে তাই পথে নেমেছে অ্যাসোসিয়েশন। এবিষয়ে আদালতের ভূমিকাও সন্তোষজনক নয় বলে তাঁর কণ্ঠে ক্ষোভ ছড়ে পরে। সংগঠনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস জানান, এই বিক্ষোভ ও ধরনার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে নদীয়া জেলাতেও এসডিও-কে গণডেপুটেশন দেওয়া হয়। প্রসঙ্গত, ইতিমধ্যে তালুকদার ও শেঠ কমিটি ৩৯টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছেন। এর ভেতর মাত্র ১টি কোম্পানি গ্রাহকদের প্রাপ্য চেক দিয়েছে বলে জানান ইব্রাহিম বিশ্বাস। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই তাঁদের এই আন্দোলনে সামিল হওয়া।

Leave a Reply

%d bloggers like this: