চালু হল প্যারামেডিক্যালের নতুন কোর্স
HnExpress শুভব্রত মুখার্জি, কলকাতা : উল্টোডাঙ্গার কাছে গোলাঘাটা অঞ্চলের দক্ষিণদাঁড়িতে লীলাস ফাউন্ডেশন ফর এডুকেশান অ্যান্ড হেল্থের উদ্যোগে প্যারা মেডিক্যাল নার্সিং এবং ফার্মার বিভিন্ন ডিপ্লোমা কোর্সের এক নতুন শিক্ষা প্রোগ্রাম “দা লারনিং অ্যান্ড ট্রেনিং সেন্টার”(TLTC) এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল সম্প্রতি। মেডিক্যাল ল্যাবরেটরি, টেকনিশিয়ান, হসপিটাল ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপী, ডাইয়ালাইসিস এর টেকনিক সহ যে কোনো ধরনের ট্রেনিং-সেন্টার হিসাবে এই সংগঠন যে কোর্স করাচ্ছে তা ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট কর্পোরেশন এর দ্বারা স্বীকৃত বলে জানান সংস্থার কর্ণধার সন্দীপ জৈন। কলকাতার পাশাপাশি ডায়মন্ড হারবার এবং বাকুড়াতেও এইধরনের কোর্স করানোর সেন্টার চালু হয়েছে। অপর দিকে কর্নধার নিশা আগরওয়াল জানান, যেকোনো কোর্সের ১ বছরের মধ্যে ৬ মাস অন সাইট এবং ৬ অন জব ট্রেনিং হবে। যেকোনো কোর্স শিখেই শিক্ষার্থীরা স্বনির্ভর হতে পারবে বলে জানান ফ্যাকাল্টি ডঃ অরিজিৎ। এছাড়াও চাকরী পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে বলে জানানো হয় সংস্থার তরফ থেকে।