পুরসভা ও বীজপুর পুলিশের তত্ত্বাবধানে কাজ চলছে টোটোর নথিভুক্তিকরণ
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : বেশ কিছুদিন ধরেই বীজপুরের কাঁচরাপাড়া-হালিশহর এলাকায় টোটোর দৌরাত্ম্য লাগামছাড়া হয়ে উঠেছিল। যার দরুন মানুষের হাঁটাচলায় নাভিশ্বাস উঠতে বসেছিল। আর সম্প্রতি কাঁচরাপাড়ার মিলননগরে টোটো ও অটোচালকদের মধ্যে ধুন্দুমার কাণ্ড ঘটে যায়। হাতাহাতিতে জড়িয়ে পরে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন।
যদিও বীজপুর পুলিশের হস্তক্ষেপে অবস্থা নিয়ন্ত্রণে আসে। এরপর বারদুয়েক অটো ও টোটোর চালকদের নিয়ে বৈঠকে বসে পুলিশ ও পুরসভা উভয়। বৈঠকে ঠিক হয় প্রধান সড়ক অর্থাৎ কবিগুরু রবীন্দ্র পথ, হালিশহর স্টেশন রোড, ওয়ার্কশপ রোডে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। এছাড়াও ঠিক হয় পুরসভাগুলি থেকে টোটোর যাত্রাপথ ঠিক করে দেওয়া হবে এবং তা পুরসভায় চালকদের মালিকদের নাম নথিভুক্ত করা হবে। এই মর্মে গত পরশু থেকে কাঁচরাপাড়া পুরসভায় শুরু হয় সেই কাজ। কিন্তু তা মাঝপথে বন্ধ করে দিতে হয় নিরাপত্তার কারণে। গতকাল ফের তাই নিয়ে থানা মোড় এলাকায় শুরু হলেও একই অবস্থার সৃষ্টি হয়। অবশেষে আজ, ৩০ আগস্ট থেকে নথিভুক্তির কাজ শুরু হয় সরাসরি বীজপুর থানায়।
পুরসভা সূত্রে খবর, দুপুর পর্যন্ত কাঁচরাপাড়ার ক্ষেত্রে ২৫০টি টোটোর মালিক নথিভুক্তর জন্য নাম লিখিয়েছেন। জানা গেছে, একমাত্র টোটো মালিকরাই বা তার সন্তানরা টোটো চালাতে পারবেন। ড্রাইভার রেখে কমিশনের মাধ্যমে টোটো চালানোয় অনুমতি দেওয়া হবে না এবং একই মালিকের একাধিক টোটো গ্রাহ্য করা হবে না। আগামী কয়েকদিন ধরে এই প্রক্রিয়া চলবে। কাঁচরাপাড়া, হালিশহর পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও এই পদ্ধতিতে টোটোর নথিভুক্তির কাজ চলবে বলে জানানো হয়েছে। কাঁচরাপাড়া পুরসভার তিনজন কর্মী নিরলস কাজ করে চলছেন টোটোর মালিকদের নাম নথিভুক্তির। এই কাজ শেষ হলে পৃথক রুট, নম্বর প্লেট দেওয়া হবে বলে সূত্রের খবর।