দেশের ৭২তম স্বাধীনতা দিবস মহাসমারোহে পালন করল চরকাবিলপুর
HnExpress রাজকুমার দাস, কলকাতা : মুর্শিদাবাদের সাগরদীঘির চরকাবিলপুর সমাজ ভাবনা কোচিং সেন্টারে মহা স্বারম্বরে পালিত হল দেশের ৭২ তম স্বাধীনতা দিবস। ২০১৮ সালের এই ব্যস্ততম পরিস্থিতিতে দেশের অখন্ডতা বজায় রাখা খুবই জরুরী। মহান স্বাধীনতা প্রাপ্তির দিবস ও স্বাধীনতা সংগ্রামীদের বিজয় ইতিহাস চর্চা করতে সকাল ৯টায় পতাকা উত্তোলন করে রহমতুল্লাহ, তারপর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এর সূচনা ঘটে। স্বাগত ভাষণ প্রদান করেন সমাজ ভাবনা সাহিত্য পত্রিকার সম্পাদক মোঃ মুস্তফা শেখ। এখনে বেশ কয়েক জন ছাত্র-ছাত্রী গজল ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। প্রধান অতিথি কবি, প্রাবন্ধিক তথা কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বললেন, বর্তমান রাজনৈতিক আক্রোশ ও ধর্মীয় সাম্প্রদায়িকতার উর্ধ্বে অবস্থান করে দেশের সম্প্রীতি বজায় রাখতে হবে, বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হিন্দু-মুসলিম, ধনী-গরীব এবং বিভিন্ন সম্প্রদায়ের মিলিত শক্তির প্রয়াসই অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। হাজার হাজার তাজা প্রাণ ভারতীয় ভূখণ্ডের মুক্তির জন্য জীবন বিসর্জন দিয়েছেন। আজকেও আমরা সকলে মিলিতভাবে দেশের শান্তিময় পরিস্থিতি বজায় রাখব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রউফ, মুর্শিদ সারোয়ার জাহান, ডাঃ মিজানুর রহমান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন বিশ্বাস, আরিফ হোসেন, বুনিয়ামিন প্রমুখ।