October 11, 2024

চতুর্মুখী ভোট যুদ্ধ নিয়ে শুরু হল ৫ম দফায় ভোট গ্রহণ, চিন্তিত শাসকদল

0
Advertisements

HnExpress বিশেষ প্রতিবেদন ঃ চতুর্থ দফা ভোটে শেষ। আজ সোমবার থেকে শুরু হলো পঞ্চম দফার ভোটগ্রহণ। পঞ্চম দফায় রাজ্যের মোট ৭ টি আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যের তিনটি জেলায় মোট ৭টি লোকসভা আসনে আজ ভোটগ্রহণ হচ্ছে।

রাজ্যে ৭ আসনেই চতুর্মুখী লড়াইয়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের ভিতর। ৮৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১, ১৬, ৯১, ৮৮৯ জন ভোটার। আজ ভোটগ্রহণ হচ্ছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ লোকসভা কেন্দ্রে।

আজ যে সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে তারমধ্যে অন্যতম হলো, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্র। এখানে ঠাকুরবাড়ির দুই সদস্যের মধ্যে চলছে জোর টক্কর। তৃণমূল প্রার্থী তথা প্রয়াত বড়মার স্নেহের বউমা মমতাবালা ঠাকুর এবং বিজেপি প্রার্থী বড়মার আদরের নাতি শান্তনু ঠাকুরের মধ্যে শুরু জোর লড়াই। এই কেন্দ্রে বামেদের বাজি সিপিআইএম এর প্রার্থী অলোকেশ দাস এবং সৌরভ প্রসাদকে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস।

পঞ্চম দফা ভোট শান্তিপূর্ণ ভাবে করতে প্রায় সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এর জন্য মোট ৫৭৮টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে নির্বাচন কমিশন সুত্রে।

Advertisements

Leave a Reply