গ্ল্যামার ইন্ডাষ্ট্রিতে স্বপ্ন পূরনে হাজির গ্ল্যাম লাইফ

0

HnExpress পায়েল পাল, কলকাতা : মূলত নতুন আউটফিট ডিসাইনার ও নিত্য নতুন ছেলে-মেয়েদের মডেলিং এর স্বপ্ন পূরনের জন্য বিগত ৬ মাস আগে তৈরী হয়েছিল গ্ল্যাম লাইফ। গ্ল্যাম লাইফের হাত দিয়ে সম্প্রতি কলকাতা পাঁচ তারা হোটেলে হয়ে গেল প্রারম্ভিক সূচনা। গ্ল্যাম লাইফের নির্মাতা হলেন সায়নী পাল, সৌভিক মিত্র এবং বিশ্বরূপ চক্রবর্তী।

গ্ল্যাম লাইফ সংস্থার ফ্যাশন শোটি’র অতিথির আসনে ছিলেন আন্তর্জাতিক ডিসাইনার সর্বরী দত্ত, গুরু সম্রাট মুখার্জী, অভিনেত্রী অপরাজিতা ঘোষ, পিঙ্কি কেনওয়ার্দি সহ অনেকেই। ফ্যাশন শো টি নিয়ে ডিসাইনার সর্বরী দত্ত জানিয়েছেন, “গ্ল্যাম লাইফের উদ্যোগটা যথেেষ্ট প্রশংসনীয়। ছোটোদের প্রতি এটা সামাজিক দ্বায়িত্ব ও বটে, আমি চাই ওরা আরও এগিয়ে যাক”।

Leave a Reply

%d bloggers like this: