November 14, 2024

আউসগ্রাম ১ নম্বর ব্লকের উক্তা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে শিশু আলয় উদ্বোধন হলো

0
Advertisements

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : মঙ্গলবার মহা ধুমধামে আউসগ্রাম ১ নম্বর ব্লকের উক্তা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে শিশুর আলোয় উদ্বোধন হলো। এই উপলক্ষে এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আউসগ্রাম ১ নম্বর ব্লকের আধিকারিক চিত্তজিৎ বসু, উক্তা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজাফফর শেখ, উপপ্রধান অচিন্ত্য দাস বৈরাগ্য এবং সমাজসেবী সালেক রহমান।

বেসরকারি স্কুলের সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমান সরকারের উদ্যোগে বিভিন্ন ব্লকে ব্লকে তৈরি হয়েছে শিশুর আলোয়। এখানে যেমন শিশুদের পড়াশোনা হয়, তেমনি পাশাপাশি তাদের পড়াশোনায় মনোযোগী করার জন্য বিভিন্ন খেলাধুলার সামগ্রী রাখা হচ্ছে স্কুলগুলিতে।

প্রতিটি স্কুলের দেয়ালে দেয়ালে লাগানো হচ্ছে রংবেরঙের ছবি ও কার্টুন। এলাকার মানুষজন বর্তমান সরকারের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Advertisements

Leave a Reply