গানের জগৎ থেকে কবিতা সব কিছুতে বিরল প্রতিভা থাকা সত্ত্বেও ঠাই মেলেনা কোনো সরকারি অনুষ্ঠানে

0

HnExpress সুদীপ ঘোষ, নদীয়া : নাদিয়ার কৃষ্ণনগরে গোয়ারী বাজার সংলগ্ন এক ভাড়া বাড়িতে বাস করেন সর্বমঙ্গলা দত্ত নামে বিরল প্রতিভাময়ী এক মধ্য বয়স্কা মহিলা। যিনি বিগত ৩৫ বছর ধরে গান এর জগতে আছেন। প্রায় তিন বছর ধরে কিছু প্রতিবাদী কবিতা লেখার সাথেও যুক্ত আছেন। তিনি তার এই প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্য বহু মানুষের কাছে সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছেন।চলমান বছরের মাঝের দিকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তাকে একটি কার্ডও করে দেওয়া হয়। এক একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনের সেই অসীম লড়াইয়ের কিছু অভিজ্ঞতার কথা ভাগ করলেন আমাদের HnExpress Digital Media -র প্রতিনিধিকে।

তিনি বললেন যে, আমার কাছে তথ্য সংস্কৃতি দপ্তরের সরকারি অনুমোদন পত্র বা কার্ড আছে। কিন্তু এই কার্ড দেখিয়ে অনুষ্ঠানের সুযোগের সাহায্য চাইতে গেলে অপমান করে বের করে দেন তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত অফিসার দীপান্বিতা ম্যাডাম। তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীর পরিচয় পত্র থাকা সত্ত্বেও সরকার থেকে কোন প্রোগ্রাম দেওয়া হয় না তাঁকে। এমতাবস্থায় ৪ঠা ডিসেম্বর আন্তর্জাতিক লালন মেলার মঞ্চ থেকে বিশিষ্ট সমাজসেবীকা বাবলি মুখার্জির সাথে সাক্ষাৎ হয় তাঁর। তাকে সমস্ত বিষয় জানানোর পর তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তিনি আরও বললেন, আমার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাবলি মুখার্জির উদ্যোগে সপ্তসুর একাডেমির পক্ষ থেকে সম্প্রতি সান্তনা লজে (জয়গুরু) কৃষ্ণনগর, নদীয়াতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটাই ছিল তার জীবনের নিজেকে প্রচার এর আলোই নিয়ে আসার প্রথম অ্যাচিভমেন্ট ।এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং কাউন্সিলর অসিত সাহা, বিশিষ্ট সাংবাদিক বিভু মুখোপাধ্যায়, বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী সীমা বড়াল এবং বিশিষ্ট সমাজসেবী বাবলি মুখার্জি।

এছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা হলেন, ত্রিলোচন ভট্টাচার্য, শিব শঙ্কর বকশি, মনীষা দে, সাংবাদিক পুলক বসু, সন্ধ্যা রং, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব উমা চক্রবর্তী সহ তার স্টুডেন্টদের নিয়ে এদিম নাটক পরিবেশন করেন এবং উপস্থিত ছিলেন দুজন শিল্পী। তারা হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুদীপ চট্টোপাধ্যায় এবং সহশিল্পী মধুমালা নাথ। তবে অনেক ঘাতপ্রতিঘাটের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সাফল্য মন্ডিত হয়। সর্বমঙ্গলা দেবীর কথায় উঠে আসে তার মনের ক্ষোভের কথা। কিভাবে তাকে রীতি মতো কোন ঠাসা করা হচ্ছে এবং তার প্রতিভা কে ধামা চাপা দেবার চেষ্টা চলছে এটা নিয়ে তিনি তাঁর স্পষ্ট অভিমত জানান আমাদের সংবাদ প্রতিনিধিকে।

Leave a Reply

%d bloggers like this: