গণনায় ব্যাপক কারচুপি! প্রকাশ্যে এলো মোদির জয়ের গোপন রহস্য
HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ ‘অঙ্ক মিলছে না!’ ২০১৯ লোকসভা নির্বাচনে মোদীর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠটা প্রসঙ্গে এমনটাই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই আশঙ্কাকেই এবার স্বীকৃতি দিল ‘নিউজ ক্লিক’ নামের এক সংবাদসংস্থা। বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে সমীক্ষা চালিয়ে তাদের দাবি, এমন একাধিক কেন্দ্র রয়েছে যেখানে মোট ভোটদাতার তুলনায় দেখা গিয়েছে, প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা বেশি। সেই সমস্ত জায়গাতে হাসতে হাসতে বিপুল সংখ্যক লিড পেয়ে জয়ী হয়েছে বিজেপি।
ওই নিউজ পোর্টালের তরফে দেশের আটটি কেন্দ্রে চালানো হয়েছিল সমীক্ষা। যার মধ্যে ছিল অত্যন্ত বিতর্কিত কেন্দ্র বিহারের পাটনা সাহিব ও বেগুসরাই। যে সমস্ত কেন্দ্রের বিরোধীদের বিপুল ভোটে হারিয়ে জয় পেয়েছে বিজেপি। তবে ভোট গণনায় যে ধরণের কারচুপির বিষয় প্রকাশ্যে এসেছে তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। আর যদি সুত্র অনুযায়ী এই বিষয়টি সত্য হয় তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উঠে আসবে একাধিক প্রশ্ন। এই ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন দেশের প্রাক্তন ৩ নির্বাচন কমিশনার। সুত্রের খবর, নির্বাচন কমিশনের থেকে এর বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন তারা।