November 14, 2024

গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে বিক্ষোভ

0
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ মৃত প্রসূতির নাম মুস্তারীনা সরকার(৩০)। তপন থানার আজমতপুর এলাকায় তাঁর বাড়ি। সম্প্রতি সেই প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয় পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলেই চলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

তবে মৃতের পরিবারের অভিযোগ, শুধুমাত্র চিকিৎসায় গাফিলতিতেই তাদের মেয়ে মারা গেছে। হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা পরিষেবার বদলে ব্যবসা করছেন এখন।
সুত্রের খবর, গত সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভরতি হন মুস্তারানী। অভিযোগ, রোগীকে হাসপাতালের বদলে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যেতে বলে চিকিৎসক আর কে সোম। চিকিৎসকের কথা মত রোগীকে তারা ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। ওই দিন সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দেন মুস্তারানীদেবী। হাসপাতালের পক্ষ থেকে প্রসূতির পরিবারকে জানানো হয়ে যে, মা ও সন্তান দু’জনেই ভাল রয়েছে। এদিকে

কিন্তু গতকাল আবার হঠাৎ অসুস্থ হয়ে পরেন মুস্তারানী। শারিরীক অবস্থার অবনতি হলে মুস্তারানীকে ফের একবার গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করায় নার্সিংহোম ও পরিবারবর্গ। এরপর চিকিৎসারত অবস্থায় দুপুর এর দিকে মারা যান তিনি। বিষয়টি জানতে পেরেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Advertisements

Leave a Reply