খড়দহে কৃতি সংবর্ধনার আয়োজন

HnExpress অলোক আচার্য, খড়দহ : অগ্রসর সমাজ কল্যাণ কেন্দ্রের সারা বছর ধরে নানান কর্মকাণ্ডের অন্যতম হল শিক্ষক দিবসের দিন খড়দহ অঞ্চলের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া। এবারেও খড়দহ অরুণাচল মোড়ে এক অনুষ্ঠানে এলাকার রামকৃষ্ণ মিশন, ভবনাথ সহ নানান বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ফুল মালা মিষ্টি আর স্মারক দিয়ে সম্মানিত করা হল। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সুকন্ট বণিক বলেন মাধ্যমিকে ৮৫ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর পাওয়া ৫৫১ জনকে সংবর্ধনা দেওয়া হল।
২০১১সাল থেকেই এই অনুষ্ঠান বেশ সারা ফেলেছে ছাত্র ছাত্রী ও অভিভাবক ও সাধারণের মধ্যে তাই অনুষ্ঠানকে ঘিরে ভিড় ছিল চোঁখে পড়ার মত।
টিটাগড় পুরপ্রধান প্রশান্ত চৌধুরী, অধ্যাপক জয়ন্ত সেন, শিক্ষক সুকান্ত দত্ত চৌধুরী ও খড়দহের উপ-পুরপ্রধান সুকন্ঠ বণিক ছাত্র ছাত্রীদের হাতে উপহার তুলে দিয়ে উৎসাহিত করেন।