খুব সহজেই ‘বর্ষারানী’র দেখা না মিললেও, আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুই পরগণা সহ বেশ কিছু জায়গায়
HnExpress ওয়েদার রিপোর্ট, কলকাতা : দিনভোর প্রচন্ড গরমের এই তীব্র দাবদাহের হাত থেকে গোটা রাজ্যসহ দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিতে আজ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া দফতর৷ বর্তমানে হাওয়া অফিস সুত্রে, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণাসহ রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী ৩-৪ ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে দুঃখের বিষয় হলো যে এখনই পাকাপাকি ভাবে রাজ্যে বর্ষা প্রবেশ করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর তেমন কোনও ঘোষণা না করলেও, কেন্দ্রীয় হাওয়া দফতরের পক্ষ থেকে কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে যে, রাজ্যে বর্ষা এবার দেরিতে প্রবেশের অনেকটাই সম্ভাবনা রয়েছে। সাধারণত বরাবরই বছরের জুন মাসের প্রথম দিনই কেরালায় বর্ষারানী প্রবেশ করে। কিন্তু সেখানে এবারে মৌসম ভবন জানাচ্ছে, কেরল রাজ্যে বর্ষারানী প্রবেশ করতে হয়তো আরও অন্তত দিন পাঁচেক সাতেক লেগে যাবে।
তবে সুত্রের খবর অনুযায়ী, আবহাওয়াবিদরা মনে করছেন ৬ জুন কেরালায় ঢুকবে বর্ষারানী। তারপর তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্য রাজ্যের দিকে এগোতে থাকবে। মৌসম ভবন থেকে এদিন জানিয়েছে যে, বর্তমানে বর্ষা রেখা আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপরে অবস্থান করছে। এরপর ধীরে ধীরে সেটা বঙ্গোপসাগর এবং আরব সাগরের বিভিন্ন এলাকার উপর আধিপত্য বিস্তার করবে। আর এই গোটা প্রক্রিয়াটি শেষ হতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সুত্রে।