‘খাদ্যসাথী’ প্রকল্পকে দেওয়া হল স্কচ অ্যাওয়ার্ড’
HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাদ্যসাথী’ প্রকল্প এবার জাতীয়স্তরে সম্মান পেল। দিল্লীতে ‘সকলের জন্য খাদ্য’ সরবরাহ করার জন্য বাংলাকে স্কচ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। জাতীয় স্তরে এই সম্মানের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
রাজ্যের খাদ্য কমিশনার তথা খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রধান সচিব রাজ্যের হয়ে সম্মান গ্রহণ করতে আসার আমন্ত্রণও পাঠানো হয়েছিল। কনস্টিটিউশন ক্লাবে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়।
প্রসঙ্গত, খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সাড়ে আট কোটি মানুষের কাছে খাদ্য সাথী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া চা বাগানে বসবাসকারী সব পরিবার ২ টাকা কেজি দরে প্রতি মাসে ৩৫ কেজি রেশন পাচ্ছেন। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক, আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং জঙ্গলমহল এর উপভোক্তারা বর্ধিত খাদ্য পাচ্ছেন। টোটো জনজাতিদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে।