September 12, 2024

খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব ও সাংসদ সৌগত রায়ের সম্বর্ধনা সভা

0
Advertisements

HnExpress অলোক আচার্য, মুড়াগাছা, যুগবেড়িয়া : নবনির্বাচিত দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়কে বিরাট সংবর্ধনা দিল খড়দহ ব্লক তৃণমৃল যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রবিবার সকালে মুড়াগাছা যুগবেড়িয়া রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্হায়ী মঞ্চে। এদিন তিনবারের বিজয়ী সাংসদ অধ্যাপক সৌগত রায় বললেন, যেদিন ফল বেরিয়েছে সেদিনই সংবর্ধনা দেওয়া হয়েছিল। আপনাদের আর্শীবাদে পুনরায় নির্বাচিত হয়েছি। দলের মুখ রক্ষা করতে পেরেছি।

আর এতেই জেতার চেয়ে বেশি আনন্দিত আমি। কর্মীরা সাধ্যমতো কাজ করেছেন সারা দমদম কেন্দ্রে। কিছু কিছু কর্মী ঠিকমতো কাজ করেননি বলে আমার কোনো অভিযোগ নেই। আমি কর্মীদের এবং সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। যদিও এবারে আমাদের ফল একটু খারাপ হয়েছে। গতবার ছিল ৩৪ এবার ২২ টি সিটে জিতেছি। বিজেপির পক্ষে হাওয়া আমরা বুঝতে পারিনি। কাজ না করেও মোদি সাম্প্রদায়িক হাওয়া নিয়ে হিন্দু মুসলমান মেরুকরণ করে ১৮টি সিট পেয়ে গিয়েছে। তাই বলব, এই মুহুর্তে কর্মীদের এক হয়ে থাকতে হবে।

তিনি আরও বললেন যে, খড়দহ এলাকায় মতুয়াদের জন্য অনেক কাজ হয়েছে কিন্তু তৃনমূলে ভোট দেননি তারা। সিপিএমের বিরুদ্ধে লড়ে বহু বার জিতেছি। বিজেপির বিরুদ্ধেও লড়ে তাদের আটকে রাখব। বিজেপি আমায় সোনার মুকুট দিয়ে মুড়ে দিলেও শেষ পর্যন্ত তৃণমূলের হয়েই লড়ে যাব। সবাই একসাথে কাজে নেমে তৃণমূল দলকে এগিয়ে রাখবেন। ২১শে জুলাই এলাকা থেকে অনেক লোক জমায়েত হবেন শহীদ স্মরণ সমাবেশে।

যেটুকু পিছিয়েছি ঘুরে দাঁড়াব, বলেন নির্বাচিত সাংসদ অধ্যাপক সৌগত রায়। ২০২১ সালের বিধানসভায় তৃণমূল কংগ্রেসই থাকবে। মোদি কেন্দ্রীয় বাজেটে গরিব মানুষের জন্য কোন পদক্ষেপ নেয়নি। দিশাহীন বাজেট। খড়দহ এলাকায় বিজেপি কোন সামাজিক কাজ না করে বরং তৃণমূলের পার্টি অফিস দখল করছেন, ভাংচুর করছেন, মারামারি হাতাহাতি করছেন। খড়দহ ব্লক তৃণমৃল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকদেরা মানুষের সেবায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

প্রবীর রাজবংশীর নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস এর কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মানুষের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা পালনে এই বিরাট রক্তদান শিবিরে উপস্হিত হতে পেরে ভাল লাগছে। তারা আমাকে সংবর্ধিত করেছে। সকলকে শুভেচ্ছা জানাই। বিরাট মালা ও মুকুট পরিয়ে সন্মানিত করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞা জানাই উদ্যোক্তা সহ সমগ্র এলাকাবাসীকে।

এছাড়াও এদিন রক্তদান অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়, পূর্ত দপ্তরের কর্মাধক্ষ্য নারায়ন গোস্বামী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, জেলা তৃণমৃল কংগ্রেস মহিলা সভানেত্রী কেয়া দাস, কাজল সিনহা সহ বিলকান্দা ১নং ও ২নং গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য, বন্দীপুর পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য প্রমুখ।

কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন শিবিরে ৭৪ জন রক্তদাতা এসে স্বেচ্ছায় রক্তদান করেন। তবে তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীদের আন্তরিকতা ছিল বিশেষ লক্ষ্যনীয়। আগত রক্তদাতাদের উৎসাহিত ও অতিথিদের সন্মানিত করেন মহিলারা। দলীয় পতাকা উত্তোলন এবং ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Leave a Reply