ক্যান্সারের মরণ কামড়ের শিকার তিন বছরের শিশু

HnExpress বিশেষ প্রতিনিধি, দক্ষিন দিনাজপুর ঃ আবীর রায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু। ৩ বছরের ছোটো শিশুটির বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকার ঝাপুস গ্রামে। আবীরের বাবা গণেশ রায় পেশায় দিনমজুর। সম্পদ বলতে ঐ বাড়ি ভিটে টুকুই। অর্থ অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে আবীরের।

চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা দিল্লীর এইমস্ হাসপাতালে আবীরের চিকিৎসা করানোর পরামর্শ দেন। কিন্তু অর্থ অভাবে এখনও বাড়িতে বসে আছে ছোট্ট আবীর।

দিন গুনছে কবে সোনার শৈশব টাকে সে ফিরে পাবে। তাকে তার সুন্দর শৈশব ফিরিয়ে দেওয়ার চেষ্টায় মরিয়া সমাজের একাংশরা। তার মা-বাবার কান্না মিশ্রিত জল চিকচিকে চোখে কাতর আর্জি করে বললেন ছেলেটাকে বাঁচিয়ে দিন।

2 thoughts on “ক্যান্সারের মরণ কামড়ের শিকার তিন বছরের শিশু

Leave a Reply

Latest Up to Date