December 10, 2024

কে প্রথম, কারা দ্বিতীয়? প্রথম দশে কারা? এগিয়ে কোন জেলা?

0
Img 20190521 Wa0015.jpg
Advertisements

HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর ঃ প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সুত্রের খবর অনুযায়ী সাফল্যের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে। কলকাতা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।

রাজ্যের মোট পরীক্ষার্থী– ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন। তার মধ্যে পাশের হার ৮৬.০৭%।

প্রথম- সৌগত দাস (পূর্ব মেদিনীপুর) মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ, প্রাপ্ত নম্বর – ৬৯৪

দ্বিতীয়- শ্রেয়শী পাল (আলিপুরদুয়ার), প্রাপ্ত নম্বর- দেবস্মিতা সাহা – প্রাপ্ত নম্বর- ৬৯১।

তৃতীয়- ক্যামেলিয়া রায় , ব্রতীন মণ্ডল (নদীয়া) প্রাপ্ত নম্বর – ৬৮৯।

চতুর্থ- অরিত্র সাহা (আলিপুরদুয়ার বড়বিষা হাইস্কুল), প্রাপ্ত নম্বর – ৬৮৭।

পঞ্চম- সুকল্প দে (হুগলি কলেজিয়েট স্কুল ), রুমনা সুলতানা, কান্দি গার্লস হাইস্কুল, প্রাপ্ত নম্বর- ৬৮৬।

ষষ্ঠ- সোহম দে, গোঘাট হাইস্কুল, সাবর্ণী চ্যাটার্জী (রামপুরহাট), সাহিত্যিকা ঘোষ (বর্ধমান বিদ্যার্থী), সুপর্ণা সাহু (রাজজনারায়ণ বালিকা বিদ্যালয়), অঙ্কন চক্রবর্তী (হাওড়া) প্রাপ্ত নাম্বার- ৬৮৫।

সপ্তম- গায়ত্রী মোদক (কোচবিহার ইলাদেবী গার্লস হাইস্কুল), অনীক চক্রবর্তী (ঘাটাল), সপ্তর্শী দত্ত (নদীয়া) প্রাপ্ত নাম্বার- ৬৮৪।

অষ্টম- সাহানওয়াজ আলম (কোচবিহার), সায়ন্তন বসাক (গঙ্গারামপুর), অর্কপ্রভ সাহানা (বাঁকুড়া), কৌশিক সাঁতরা (বাঁকুড়া), সুদীপ্তা ধবল (বাঁকুড়া), সায়ন্তন দত্ত (বাঁকুড়া জেলা স্কুল), পৃথ্বীশ কর্মকার (বাঁকুড়া), দেবলীনা দাস (আরামবাগ গার্লস হাইস্কুল), অয়ন্তিকা মাঝি (বর্ধমান বিদ্যার্থী), পুস্কর ঘোষ (বর্ধমান,কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন), সেমন্তী চক্রবর্তী (আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়, দক্ষিণ চব্বিশ পরগনা) সবার প্রাপ্ত নম্বর- ৬৮৩।

নবম- জয়েশ রায় (আলিপুরদুয়ার), সৌগত পাণ্ডা, শুভদ্বীপ কুণ্ডু (বাঁকুড়া), সৌকর্য বিশ্বাস (বীরভূম), প্রত্যুষ করণ (কাঁথি), অরুণীমা ত্রিপাঠী (পূর্ব মেদিনীপুর) অভিনন্দন জানা, ঐকিক মাঝি, সবার প্রাপ্ত নম্বর – ৬৮২।

দশম- সঞ্চারী চক্রবর্তী (রায়গঞ্জ), সায়ন্তিকা দাস, সৌধ হাজরা, সাখী কুণ্ডু, রিমা চৌধুরী, সৌমদীপ দত্ত, অরিত্র মহড়া, সৌমদীপ ঘোষ, সায়ন্তিকা রায়, শুভদ্বীপ মাঝি (ঝাড়গ্রাম), সহেলি রায়, দেবমাল্য সাহা (রহড়া রামকৃষ্ণ মিশন), প্রত্যাশা মজুমদার, অঙ্কিতা কুণ্ডু (হাবড়া), সোহম দাস (যাদবপুর বিদ্যাপীঠ) সবার প্রাপ্ত নম্বর ৬৮১।

Advertisements

Leave a Reply