December 11, 2024

কেশিয়াড়িতে বিজেপির কুকর্ম আটকাতে তৃনমুলের প্রতিবাদ মিছিল

0
Img 20180903 Wa0029.jpg
Advertisements

HnExpress বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : জন্মাষ্টমীতে বিজেপি কে আটকাতে বিজেপির কুকর্ম তুলে ধরলেন তৃণমূল নেতারা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী। যেখানে  বিজেপির সন্ত্রাসের অভিযোগ উঠছে বারবার। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক এখানে আক্রান্ত হয়েছেন। মহিলা তৃণমূল সমর্থকদের নানাভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ। শুধু কেশিয়াড়ি নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি এ ধরনের নানা অত্যাচার চালাচ্ছেন বলে দাবি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা যুব তৃণমূল সভাপতি রমা গিরির। তিনি বলেন যেখানে শ্রীকৃষ্ণ দ্রৌপদির বস্ত্রহরণের সময় ঢাল হয়ে দাড়িয়ে ছিলেন। সেখানে শ্রীকৃষ্ণের কাছেই আবেদন করলাম বিজেপি বিভিন্ন জায়গাতে যেভাবে মা বোনেদের সম্মান নিয়ে খেলছে সেখানে যেন  ওদের এই নোংরা কার্যকলাপের বিচার করে। আর সেজন্যই কেশিয়াড়িতে আজ একটি প্রতিবাদ মিছিলও করা হয়।

Advertisements

Leave a Reply