September 9, 2024

কেরলে আটকে মেদিনীপুরের যুবক, সাহায্যের আর্তি

0
Advertisements

HnExpress বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ২ বছর আগে কাজের খোঁজে কেরালায় পাড়ি দিয়েছিলেন তিনি। কোচির এক টেলিকম কোম্পানিতে কাজও পেয়েছিলেন। তবে দুবছরে এই প্রথম এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন চন্দ্রকোনার সুজিত দাস।

বন্যার প্রকাণ্ড রূপে বিধ্বস্ত গোটা কেরালা। আর সেখানেই আটকে রয়েছেন এই যুবক। এক ভিডিও বার্তায় সুজিত জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে চূড়ান্ত দুর্ভোগে রয়েছেন তিনি। না আছে পানীয় জল, আর না আছে খাবার। আর তাই কেরল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্তি করেছেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরানোর কাতর আর্তি জানিয়েছেন কেরলের বিপদগ্রস্থ সুজিত দাস।

Advertisements

Leave a Reply