কৃষিজীবী মানুষের প্রাণের উৎসব “নবান্ন”

0

Hnexpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েত অন্তর্গত শ্রীবাটীগ্ৰামে ৯ই ডিসেম্বর পালিত হল কৃষি প্রধান নবান্ন উৎসব। শ্রীবাটীগ্ৰামে টার্গেট সংঘের এবারের এই পুজো ১৬ তম বর্ষের পদার্পন করল। শ্রীবাটীগ্ৰামে টার্গেট সংঘের এবার নবান্ন উৎসব উপলক্ষে পূর্ব পরিচালিত রাধাকৃষ্ণের পুজো সুসম্পন্ন হয়।

কথায় আছে, “বাঙালির বারো মাসে তেরো পার্বণ”। আর এই নবান্ন উৎসব হলো সেই তেরো পার্বণের অন্যতম উৎসব। মূলতঃ নবান্ন হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এক ঐতিহ্যবাহী শস্যোৎসব। নতুন ধান থেকে তৈরি খাদ্যদ্রব্য ঈশ্বরের কাছে নিবেদন করার পর পিতৃপুরুষ, দেবতা এবং কাককে সবার প্রথম উৎসর্গ না দান করা হয়।

অগ্ৰাহায়ণ মাসে নতুন ধান থেকে পাওয়া সেই চালের অন্ন নিবেদন করার উৎসবই হলো নবান্ন। কৃষিপ্রধান এই বাংলায় নবান্ন উৎসব মানেই কৃষিজীবী মানুষের কাছে তাদের প্রাণের উৎসব। যার জন্যে সারাটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তারা। প্রতিবছর ধরে অগ্ৰাহায়ন মাসের ২২ তারিখে নবান্ন উৎসব পালিত হয় এখানে।

Leave a Reply

%d bloggers like this: