কাশ্মীরে নিহতদের শ্রদ্বা জানিয়ে নিউবারাকপুরে মোমবাতি মিছিল
HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : জম্মু কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গী হানায় নিহত ভারতীয় জওয়ানদের নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউবারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদারের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় পুরাতন বাজার নেতাজী ভবনের সামনে থেকে কয়েক হাজার মানুষ মোমবাতি নিয়ে মৌন মিছিল করে। মিছিলের পর বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে শহীদ স্মৃতি উদ্যানে মাল্যদান করে শহিদদের শ্রদ্বার্ঘ্য জানানো হয়।
শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার, প্রাক্তন পুরপিতা সুখেন মজুমদার, পুরদলনেতা প্রবীর সাহা, ঋষিকেশ রায়, তৃণমৃল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে। এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও পুরপিতা মনোজ সরকার, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পৌরমাতা লিপিকা দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকেরা পুষ্পার্ঘ্য নিবেদন করে শহিদদের শ্রদ্বার্ঘ্য জানান।
মোমবাতি হাতে বিরাট মৌনমিছিল শেষে শহীদ স্মৃতি উদ্যানে শহীদ জওয়ানদের প্রতি ১ মিনিট নীরবতা পালন করা হয়। বীর জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সুখেন মজুমদার বলেন, জঙ্গি হামলায় নিহত পরিবারের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মৌনমিছিল পালন হচ্ছে সমস্ত জেলা জুড়ে, সকল ব্লকে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের সংহতি রক্ষা করতে। নদীয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাস ও হাওড়ার বাউড়িয়া চককাশি এলাকার বাবলু সাঁতরার পরিবারের প্রতি সমবেদনা জানাই। মুখ্যমন্ত্রী ঐ শহীদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সবশেষে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে মৌনমিছিলে শহীদ স্মরণ অনুষ্ঠানটি সমাপ্ত হয়।