September 9, 2024

কালনায় বিজেপি করার অপরাধে ব্যাপক মারধোর করা হল এক যুবককে

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ঃ বিজেপি করার অপরাধে বাড়ি থেকে বাজার করতে আসার পথে মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। এবং তাকে মৃত ভেবে চাষের জমিতে ফেলে রেখেই চম্পট দেয় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এমনি অভিযোগ আক্রান্ত ঝন্টু শেখের পরিজনদের। ঘটনাটি কালনার মন্তেশ্বর থানা এলাকার ধেনুয়া গ্রামের।

গুরুতর আহত অবস্থায় সেই ব্যাক্তিকে টাকার মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পড়ে আহতকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে মন্তেশ্বর থানার পুলিশ। এদিন বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে কুসুমগ্রাম বাজারে আসছিলো বি জে পি এর সংখ্যালঘু নেতা ঝন্টু সেখ, সেই সময় তার মাথায় বন্ধুকে ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে তেতুলিয়া বিলের কাছে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

সেখানে তাকে ব্যাপক মারধর করে জনাকয়েক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলে ঝন্টু সেখ, তখন তাকে মৃত ভেবে জমিতে ফেলে পালিয়ে যায় সেই দুষ্কৃতীরা। তৃণমূল নেতা আহমেদ শেখের নেতৃত্বে এই ঘটনা দাবি আক্রান্তের পরিবারের পক্ষ থেকে তার ভাই মিঠু শেখের। পরে বাড়ির লোকজন মন্তেশ্বর থানায় খবর দিলে পুলিশ আহতকে খুঁজে বার করে প্রথমে মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে এই বিষয়ে নিয়ে সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে কিছু না বললেও এটা যে তাদের মধ্যে হওয়া পুরানো এক ঝামেলাকে কেন্দ্র করে আজকের এই অশান্তি বলে দাবি তৃণমূল নেতা আহমেদের।

Advertisements

Leave a Reply