October 11, 2024

কান্দী ত্রিনয়নী সাহিত্য সংসদের ২৯ তম বার্ষিক সাহিত্য অনুষ্ঠান

0
Advertisements

HnExpress অলোক আচার্য, মধ্যমগ্রাম : মুর্শিদাবাদের কান্দী থেকে প্রকাশিত ত্রিনয়নী সাহিত্য পত্রিকা এবং ত্রিনয়নী সাহিত্য সংসদের ২৯ তম বার্ষিক সাহিত্য অনুষ্ঠান হল উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বিএড কলেজ কক্ষে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে সাহিত্য অনুষ্ঠান, কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, গ্রন্থ প্রকাশ, সঙ্গীতানুষ্ঠান ও গুণীজন সম্বর্ধনা।

জেলার বিভিন্ন প্রান্তের কবি লেখকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যায়াধীশ ও রবীন্দ্রজ্ঞানতীর্থ (কলকাতা) ড. শ্যামল গুপ্ত। কবি ও প্রবীণ সঙ্গীত শিল্পী ঋষিণ মিত্র, কলকাতার গবেষক রাধারমণ রায়, ড. সঞ্জয় প্রামাণিক, ড, কৃষেন্দু দে, কবি কালিদাস ভদ্র, প্রাবন্ধিক ও লেখক হরিদাস বালা, রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতাচার্য তিমির বরণ চক্রবর্তী, বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ।এদিন ত্রিনয়নী সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি ঋষিণ মিত্র।

এছাড়াও নিউব্যারাকপুর থেকে প্রকাশিত সামান্থা সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়। মধ্যমগ্রাম থেকে প্রকাশিত রতন চক্রবর্তী সম্পাদিত ষান্মাসিক সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা ‘আজকের প্রতিভা’ ২য় বর্ষ পুজো সংখ্যা প্রকাশ করেন কান্দী ত্রিনয়নী সাহিত্য সংসদের প্রধান সম্পাদক ও শিশু সাহিত্যিক লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্প স্তবক ও ব্যাচ পরিয়ে সম্মানিত করা হয়। অংশগ্রহণকারী কবিদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিকশিল্পী ও কবি বনানী চক্রবর্তী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিনের সম্পাদক এবং বাংলাদেশ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, বসিরহাট, নদীয়া প্রভৃতি জায়গা থেকে কবি লেখকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Advertisements

Leave a Reply