কাটোয়া মহকুমা ফুটবল লীগের ফাইনাল খেলায় জয়লাভ করলো ওয়াই এম সি

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : শুক্রবার কাটোয়া পৌরসভার মাঠে অনুষ্ঠিত হলো কাটোয়া মহকুমা ফুটবল লীগের ফাইনাল খেলা। এই ফুটবল ফাইনাল খেলটি হয় ওয়াই এম সির সাথে সিধু কানু মার্শাল ক্লাবের। ওয়াই এম সি ২-০ গোলে সিধু কানু মার্শাল ক্লাবকে পরাজিত করে। এই ফুটবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ওয়াই এম সি।

কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় কাটোয়া মহকুমা ফুটবল লীগ খেলাটি হয়। এই ফুটবল খেলায় উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চ্যাটার্জী, সহ সদস্যরা। ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা চোখে পড়ার মত। অসংখ্য ক্রীড়ামোদী মানুষ উপস্থিত হয়ে খেলার আনন্দ উপভোগ করছেন।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: